দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের ৩ নং উদয়পুর গ্রাম পঞ্চায়েত হোড়মড় এলাকায় ২১ শে জুলাই শহিদ স্মরণে অনুষ্ঠানের মঞ্চ থেকে শতাধিক পরিবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় হাত ধরে এছাড়া উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিউ ঘোষ কুশমন্ডি ব্লকের তৃণমূল সম্পাদক কৃষ্ণ বষাক কুশমন্ডি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন উদয়পুর অঞ্চল সভাপতি আব্দুল বাকি তৃণমূল দেউল অঞ্চল সভাপতি নকুল রায় প্রান্তিক সরকার সৈলেস সরকার সহ আরো অনেকেই।। এই বিষয়ে এক যোগদানকারী বলেন তৃণমূল সরকার উন্নয়ন দেখে আজ ২০০ জন পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলাম।।এই বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন আজ উদয়পুর গ্রাম পঞ্চায়েত ২০০ জন পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। আসন্ন বিধানসভা নির্বাচন কে সামনে রেখে এই যোগদান করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় আগামী দিনে কুশমন্ডি বিধানসভা যোগদান হবে বলে জানান কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়।।।
শতাধিক পরিবার বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় হাত ধরে।

Leave a Reply