আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কালচিনি ব্লকের দলসিংপাড়ায় পালিত হল মহরম। রবিবার মহরম উপলক্ষে জয়গাঁগামী প্রধান সড়কে তাজিয়া বের করা হয় ।পাশাপাশি, চলে লাঠি খেলাও,যা দেখতে ভিড় জমান সাধারণ মানুষও।এদিনের এই র্যালিতে কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।
কালচিনি ব্লকের দলসিংপাড়ায় পালিত হল মহরম।

Leave a Reply