গঙ্গারামপুর,নিজস্ব সংবাদদাতা :- জানা আজানা তথ্য তুলে ধরতে। এবং ছাত্র,ছাত্রীদের ঞ্জান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগীতার আয়োজন করল গঙ্গারামপুর কুইজ ত্র্যাসোসিয়েশন। গঙ্গারামপুর শাখার বিঞ্জান মঞ্চে সভাকক্ষে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের ৩৬ জন স্কুল ও কলেজের পড়ুয়ারা কুইজ প্রতিযোগীতায় অংশ নিয়ে ছিলেন। হাজির ছিলেন গঙ্গারামপুর কুইজ ত্র্যাসোসিয়েশন সম্পাদক ইন্দ্রজিত সরকার,অন্যতম কর্মকর্তা উৎকর্ষ তালুকদার,নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়,সংগঠনের অন্যতম কর্মকর্তা বিমান তালুকদার,গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জীবন বসাক প্রমুখ। এছাড়াও কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রতশুভ্র সাহা, অঙ্কুশ দাস
কুইজ ত্র্যাসোসিয়েশন অন্যতম কর্মকর্তা বিমান তালুকদার বলেন,জানা ও আজানা অনেক বিষয় রয়েছে। সেগুলি নিয়ে যেমন চর্চা করা। তেমনি ছেলে,মেয়েরা যাতে মোবাইলের গন্ডি থেকে বেরিয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারে। সেই লক্ষ্যে গঙ্গারামপুরে কুইজ ত্র্যাসোসিয়েশন খোলা হয়েছে। প্রতি মাসে স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হবে। এদিন কুইজ প্রতিযোগীতায় অংশ নেওয়া পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দিপনা ছিল।
জানা আজানা তথ্য তুলে ধরতে এবং ছাত্র-ছাত্রীদের ঞ্জান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগীতার আয়োজন করল গঙ্গারামপুর কুইজ ত্র্যাসোসিয়েশন।

Leave a Reply