দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বংশীহারী ব্লকের ৫ নম্বর মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় দুটি ট্রাক্টারের ব্যাটারি চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ট্রাক্টর মালিক ও স্থানীয় তৃণমূল অঞ্চল কমিটির সদস্য বিপ্লব কুমার খান জমিতে যাওয়ার জন্য ট্রাক্টর নিয়ে বেরোতে গিয়ে প্রথমে বিষয়টি নজরে আনেন।
চুরির ঘটনার পরদিনই বিপ্লববাবু বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ ওঠেছে, অভিযোগ দায়েরের পরেও পুলিশ এখনও পর্যন্ত ঘটনাস্থলে না পৌঁছনোয় এবং কোনও রকম তদন্ত না শুরুর কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই চুরির পেছনে সমাজবিরোধী চক্রের হাত রয়েছে। তাঁদের দাবি, পুলিশ যদি দ্রুত তদন্তে নামত, তাহলে হয়তো ইতিমধ্যেই চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা যেত।
এখন দেখার বিষয়, পুলিশের পক্ষ থেকে কবে নাগাদ তদন্ত শুরু হয় এবং এই চুরির ঘটনার কিনারা করা সম্ভব হয় কি না
Leave a Reply