বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বালিন্দর গ্রামের মেধাবী ছাত্র নীলাঞ্জন মন্ডলের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আইআইটি রুরকিতে ভর্তি করানোর পাশাপাশি তার পড়াশোনার চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার দুপুরে সুকান্ত মজুমদার নীলাঞ্জনের বাড়ি যান। তার পড়াশোনার ব্যবস্থা করে দেন।
আইআইটি জ্যাম পরীক্ষায় অল ইন্ডিয়ায় ১২৬ র্যাঙ্ক করেছে নীলাঞ্জন মন্ডল। আইআইটি রুরকিতে সুযোগ পেয়েছে। তবে উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অনটন। সামান্য ভাগ চাষির ছেলের চোখে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে। কিন্তু সেই স্বপ্ন কোথাও থমকে যেতে বসেছিল। আগামী ১০ তারিখের মধ্যে ভর্তির জন্য লাগবে ৫৫ হাজার ৫০০ টাকা হবে। দিন আনা দিন খাওয়া পরিবারে এতো টাকা একবারে আসবে কোথা থেকে সেই নিয়েই দুশ্চিন্তা দিন কাটছিল। তবে নীলাঞ্জনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তার পাশে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার থেকে সাধারণ মানুষ।
পেশায় কৃষক নীলাঞ্জনের বাবা যোগেশ মন্ডল অন্যের জমিতে চাষবাস করেন। মা জয়ন্তী বর্মন মন্ডল গৃহকর্মী। টিনের ছাউনি দেওয়া মাটির একটিমাত্র ঘরে বসবাস। দিন আনা দিন খাওয়ার সংসারে একমাত্র সন্তান নীলাঞ্জন। তাকে নিয়ে গর্বিত তার বাবা মা থেকে এলাকাবাসীরা।
Leave a Reply