দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:– বালুরঘাট থানার অন্তর্গত 6 নং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রায়নগর সংসদের বালিন্দর গ্রামে ভারতবর্ষের মধ্যে ১২৬ নম্বর রেঙ্ক নিয়ে উত্তীর্ণ ও IIT -JAM এ সুযোগ পাওয়া মেধাবী নীলাঞ্জন মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কিছু আর্থিক সহযোগিতা করা হয়। জেলা তৃণমূল নেতৃত্বরা জানান, তারা এই বিষয়টি মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করবেন এবং ওই মেধাবী ছাত্রর পরিবারকে সর্বদিক থেকে সুযোগ-সুবিধার আশ্বাস দিয়েছেন । পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন মোফেজ উদ্দিন মিয়া, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আর.টি.ও বোর্ডের সদস্য। স্নেহলতা হেমরম, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।অরূপ সরকার, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি।বিভাস রঞ্জন চ্যাটার্জি, প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। মইনুর রহমান মন্ডল,০৮ নং নাজিরপুর অঞ্চল তৃণমূল শ্রমিক ও সংখ্যালঘু সভাপতিসহ অন্যান্য নেতৃত্বগন।
১২৬ নম্বর রেঙ্ক নিয়ে উত্তীর্ণ ও IIT -JAM এ সুযোগ পাওয়া মেধাবী নীলাঞ্জন মন্ডল কে সম্বর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল নেতৃত্বগন।

Leave a Reply