বৃহস্পতিবার সকালে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট কালি মন্দিরে পুজো দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-বৃহস্পতিবার সকালে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট কালি মন্দিরে পুজো দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। এদিন গুরুপূর্ণিমা উপলক্ষে পুজো দিতে আসেন। পুজো দিয়ে বেড় হবার সময় মন্দিরের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও। মহিলাদের সাথে বচসা বাধে বিধায়কের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে যান শীতলকুচি থানার পুলিশ। কোচবিহার জেলা পরিষদ সদস্যা শেফালী বর্মন বলেন – বিধায়ক ভোটে জিতে এলাকায় আসেনি। একশো দিনের টাকা বিজেপি শাসিত কেন্দ্র সরকার দেয়নি । ঝামেলা পাকানো জন্য বিধায়ক এলাকায় আসে। তাই বিধায়ককে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।
যদিও বিজেপির বিধায়কের বরেনচন্দ্র বর্মনের দাবি,এদিন তিনি দলীয় কর্মসূচিতে আসিনি। তিনি একজন হিন্দু তাই মন্দিরে পুজো দিতে এসেছেন।
হিন্দুরা মন্দিরে পুজো দেবে তা নিয়েও জঘন্য রাজনীতি শুরু করেছে। মানুষ এর জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *