অবিরাম ধারায় বৃষ্টি ঝরে নিশ্চল হলো খানিক,
আবার আকাশ ছেয়েছে মেঘে কখন যেন ঝরবে-
আষাঢ়ের বৃষ্টি পথ,ঘাট,নদী,নালা সব গেল ভেসে-
বাতাস বয়ে আনে পুষ্পসুবাস-
কখনো কখনো গাছগাছালির ঘ্রাণ,
ঘ্রাণেন্দ্রিয়কে করে তৃপ্ত।
এই ঘ্রাণে, উল্লসিত প্রবীণ হৃদয় চলে
যায় তরুণী কালে’
আবার নতুন মেঘের ঘনিষ্ঠতা দেখে দোদুল হৃদয় উদিত হয় গভীর অনুরাগে।
Leave a Reply