পরিশোধ :: রাণু সরকার।।

স্বরূপ উজ্জ্বল স্বচ্ছ সাগরের
মত ছিলে তুমি,
ভেবে ভেবে হোতাম নিমজ্জিত,
আমি রূপহীনের করেছিলাম আশা;
চাইনি বারংবার আঘাটে যেতে-

আমার রণতরি করেছে অনেক লড়াই-
চঞ্চল কল্লোলময় হিল্লোলে,
আজ জরাগ্রস্ত ভাবছি ভেসে গেলেই
ভালো হয়,
কে বহন করবে এই জরাজীর্ণের ভার?

ভাবছি অন্তিম সময় এলো বুঝি এসেও
আগুপাছু করে হই অকর্মণ্য-
সব ঋণ হয়নি পরিশোধ সংশোধনের
সময় পেলে হয়তো হতো- রণতরির লড়াই চলে অন্তিমের আগে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *