
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতিবর্ষণ ও বিভিন্ন জলাধারের জল ছাড়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কংসাবতী নদী খুলে ফেপে উঠেছে,গতকাল কাঁসাই নদীর জলস্তর হঠাৎ করেই বাড়তে শুরু করে, এমনকি ইডিএল ক্রস করে দেয়, সোমবার সকাল থেকে জল কিছুটা কমলেও
পরিদর্শনে আসেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, সেচ দপ্তরের আধিকারিক, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, পাঁশকুড়া ব্লকের ভিডিও অমিত মন্ডল, জয়েন্ট ভিডিও পলাশ পোদ্দার,
পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা রাউৎ, সহ-সভাপতি সুজিত রায়, সহ একাধিক আধিকারিকেরা, এই দিন জেলার জেলাশাসক প্রথমে লগ ডেটে জল স্তর দেখেন, তারপর যে পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনে যান তারা, গতকাল রাতে পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর ১ সহ পাঁশকুড়া পৌরসভার গড় পুরুষোত্তমপুর ও তিন নম্বর ওয়ার্ড এলাকায় ঘোগ দেখা দেয়, যদিও সেচ দপ্তর এবং
এলাকাবাসীর সহযোগিতায়
সেই ঘোগ মেরামত হয়, এদিন পরিবর্তন শেষে পাঁশকুড়া বিডিও অফিসে
পাঁশকুড়া ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটি ভিসি করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যদি জল বাড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নিতে বলা হয়েছে , যে সমস্ত জায়গাগুলো ভোগ হয়েছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের
নদীবাঁধে নজরদারি চালাতে নির্দেশ দেয়া হয়েছে। নদী বাঁধগুলোতে বিভিন্ন জায়গায়
বস্তা দিয়ে উঁচু করা হয়েছে।












Leave a Reply