নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: একুশে জুলাই ধর্মতলার শহিদ সমাবেশে অংশগ্রহণের বার্তা ছড়াতে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস আয়োজন করল ১৬৫ কিমি দীর্ঘ আহ্বানযাত্রা। সোমবার কুশমন্ডি থেকে সূচনা হয়েছে এই যাত্রার, যা চলবে দুই দিন ধরে।
জেলা যুব সভাপতি অম্বরীশ সরকার জানান, “জেলার আটটি ব্লক ও তিনটি পৌর এলাকা ছুঁয়ে এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে একুশে জুলাইয়ের তাৎপর্য বোঝানো হচ্ছে।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল আইএনটিটিইউসি সভাপতি নামিজুর রহমান, তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মৃণাল সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। যাত্রাপথে প্রচার, লিফলেট বিলি ও মাইকিংয়ের মাধ্যমে শহিদ দিবসের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের দ্বারে দ্বারে।
Leave a Reply