কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-কোচবিহার চিলাখানা সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই অসমগামি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর। রবিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট ওই এলাকায়। বাসের ড্রাইভার যাত্রী সহ বাস নিয়ে এসে সোজা ঢুকলো তুফানগঞ্জ থানায়। অন্যদিকে রাস্তার উপরেই বাইক আরোহীর মৃত্যু হওয়ায়, অবরুদ্ধ হয়ে পড়ে NH 31C জাতীয় সড়ক। পরে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকল পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোচবিহার চিলাখানা সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই অসমগামি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর।

Leave a Reply