পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় কাঁসাই নদীর বাঁধ পরিদর্শনে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভু্ঁঞ্যা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিকেলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় কাঁসাই নদীর বাঁধ পরিদর্শনে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভু্ঁঞ্যা।গতকয়েকদিন অবিরাম বর্ষণ তার সাথে কংসাবতী ব্যারেজের জল ছাড়ার ফলে নদীতে বিপদসীমায় জল।পাশাপাশি গত সরস্বতীপূজার দিন এই পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ২ জায়গায় ভেঙে প্লাবিত হয়েছিলো পাঁশকুড়াসহ কোলাঘাটের কিছু অংশ।যারফলে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়েছিলো।ফের অতিবর্ষনে বিপদসীমায় জল।আর সেই কারনেই আজ পাঁশকুড়ার গড়পুরুষত্তমপুরে গতবারে ভেঙে যাওয়া বাঁধ ও নদী পর্যবেক্ষনে আসেন সেচ মন্ত্রী মানস ভু্ঞ্যা।এদিন পাঁশকুড়া ব্লকের বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউৎ,সহসভাপতি সুজিত রায় সহ সেচ দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।পরে সন্ধ্যায় সেচ দপ্তরের আধিকারিক,জেলা ও ব্লক প্রশাসনকে নিয়ে পাঁশকুড়া বিডিও অফিসে বৈঠক সারেন সেচ মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *