নিজস্ব সংবাদদাতা, মালদা—– মালদার মানিকচকে অষ্টম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর এগারো দিন কেটে গেলেও, এখনও মৃত ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি গিয়ে পরিবারবর্গের মতোই সুবিচারের দাবী জানালেন দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী।উল্লেখ্য, গত ২রা জুলাই বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হস্টেল ঘর থেকে শ্রীকান্ত মন্ডল নামে ১৪ বছরের অষ্টম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ভূতনীর হীরানন্দপুর অঞ্চলের কেদারটোলার ওই ছাত্রের হস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবী করেন। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে বলে খবর। কিন্তু আত্মহত্যার দাবী মানতে নারাজ মৃত ছাত্রের পরিবারবর্গ। তাদের দাবী শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে মৃত ছায়ের দেহ বাড়িতেই ফাঁদে সংরক্ষণ করে রেখেছেন গত ১১ দিন ধরে। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি ভূতনীর হীরানন্দপুর অঞ্চলের কেদারটোলা এলাকায় যান দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরা এবং মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম।’ তারা প্রথমে মৃত ছানের শোক-সন্তপ্ত পরিবারবণের সন্দে কথা বলেন। তাদের মুখ থেকে গোটা ঘটনার বিবরুণ শোনেন। এরপর পরিবারবর্গের মতোই তারাও সুবিচারের দাবীতে মৃত ছানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা সহ গোটা ঘটনার সঠিক তদন্ত দাবী করেন।
মৃত ছাত্রের বাড়ি গিয়ে পরিবারবর্গের মতোই সুবিচারের দাবী জানালেন দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী।

Leave a Reply