ডোমজুড় বিধানসভার বালী গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জমা জলের সমস্যা।

বালি, নিজস্ব সংবাদদাতা:- বালি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় জল জমে আছে তো কোথাও রাস্তার শোচনীয় অবস্থা , তাঁর মধ্যে ৩১০ নম্বর পার্টে একাধিক জায়গায় নোংরা দুর্গন্ধ জল জমে আছে আর এর থেকে ছড়াতে পারে নানা ধরনের রোগ। এখানকার বাসিন্দারা একাধিক বার পঞ্চায়েতে জানিয়েছেন আর পঞ্চায়েত হবে হবে বলে এখনো এই জমা জলের সমস্যা মেটেনি সবচেয়ে বড় যেখানে শ্রীরামপুরে সাংসদ কল্যাণ ব্যানার্জী আশ্বাস দিয়ে গেছেন কিন্তু তারপরও সেই ভাবে কিছুই কাজ হয়নি ওখানকার বাসিন্দাদের কথামতো। যেখানে সরকারের পক্ষ থেকে বার বার প্রচার করা হয় কোথাও জল জমতে দেবেন না কিন্তু এই রাস্তায় গলিতে জল জমে আছে তা পরিষ্কার করার কোনো বালাই নেই বাসিন্দাদের কথা মতো তাহলে সরকারের এই জমা জল নিয়ে প্রচার করার কী কোনো মানে আছে। এখন দেখার কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *