দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি স্কুলে মঙ্গলবার সূচনা হলো আইআইটি মাদ্রাজ এর কোচিং সেন্টার।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি স্কুলে মঙ্গলবার সূচনা হলো আইআইটি মাদ্রাজ এর কোচিং সেন্টার। এদিন বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তির কনভেনর ডঃ শিবা সুব্রামানিয়াম, ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ প্রতিম দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনরা।
কেন্দ্র সরকারের বিদ্যাশক্তি প্রকল্পের মাধ্যমে, পশ্চিমবঙ্গে প্রথম দক্ষিণ দিনাজপুরের তিনটি শহরে গড়ে উঠছে আধুনিক প্রযুক্তির ক্লাস রুম। বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, গঙ্গারামপুর এর চিত্তরঞ্জন প্রাইভেট স্কুল এবং বুনিয়াদপুরের বুনিয়াদপুর হাই স্কুলে এই কোচিং সেন্টারের সূচনা হলো। আজ বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনটি স্কুলেরই কোচিং ক্যাম্পের শুভ সূচনা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *