ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপিতে আবার বড়সড় ভাঙ্গন । গত রামনবমীর দিন ব্যারাকপুরে সাংসদ শ্রী পার্থ ভৌমিক এর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন এখনকার তৃণমূল যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জী সহ আরো বিজেপি ১৫০০ কর্মী। কিন্তু সেদিন উপস্থিত হতে পারেননি স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করার জন্য বিজেপির আরো অনেক কর্মী।। আজ ব্যারাকপুর চক কাঠালিয়ায় অবস্থিত পালকি বিয়ে বাড়িতে তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জির অনুপ্রেরণায় আরো দুশো জন কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। ব্যারাকপুরে সাংসদ শ্রী পার্থ ভৌমিক এর হাত ধরে।। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরে
এর সাংসদ শ্রী পার্থ ভৌমিক বিজপুর এর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী সহ ব্যারাকপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জয়দীপ দাস।। উক্ত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জী উত্তরীয় পরিয়ে সমস্ত অতিথিকে সম্মান জ্ঞাপন করেন।। এবং ব্যারাকপুর নোয়াপাড়া অঞ্চলের আরো ২০০ জন কর্মী যারা বিজেপি থেকে আজ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যোগদান করলেন। তাদেরকেও উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করলেন ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জী।।
বিজেপিতে আবার বড়সড় ভাঙ্গন, সাংসদ পার্থ ভৌমিক এর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন আবারো ২০০ কর্মী।

Leave a Reply