পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- রবিবার দিন পুরুলিয়া শহরে রবীন্দ্রভবনে আয়োজিত হল ২১শে জুলাই প্রস্তুতি সভা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন শান্তিরাম মাহাত, জেলা সভাপতি রাজীব লোচন সরেন, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জল কুমার, সংখ্যালঘু সেল জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। জেলা সভাপতি রাজীব লোচন সরেন জানাই যে ২১শে জুলাই মানে মানুষের একটা আবেগ। সচিএ পরিচয় পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মহাকরণে যাচ্ছিলেন সবাই, ঐদিন জ্যোতি বসুর নির্দেশে মিছিলের উপর গুলি চলে তেরো জনকে হত্যা করে মেরে দেওয়া হয় ১৩ জনের মায়ের কোল খালি হয়ে পড়ে। সেই শহীদদের তর্পন করতে তাদের শ্রদ্ধা জানাতে এই বছরও একুশে জুলাই প্রস্তুতি সভা হবে। পুরুলিয়া থেকে কর্মীরা রওনা দেবেন ১৮ জুলাই থেকে বাসে, ট্রেনে, এছাড়া ছোট ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
রবিবার দিন পুরুলিয়া শহরে রবীন্দ্রভবনে আয়োজিত হল ২১শে জুলাই প্রস্তুতি সভা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

Leave a Reply