মালদা, নিজস্ব সংবাদদাতা :- রাত থেকে নিখোঁজ। সকালে আমবাগান থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের দেহ। খুনের অভিযোগ পরিবারের। খুন করার পর গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার গোপালপুর পাহাড়িপাড়া এলাকার ঘটনা। জানা গেছে মৃত শ্রমিকের নাম শ্যামল পাহাড়ি। গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা থেকে নিখোঁজ ছিল এই শ্রমিক। বহু খোঁজাখুঁজির পরও রাত্রে কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আম বাগানে ওই শ্রমিকের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ কেউ বা কারা খুন করে আম গাছে ঝুলিয়ে দেয় দেহ। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রাত থেকে নিখোঁজ। সকালে আমবাগান থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের দেহ, খুনের অভিযোগ পরিবারের।

Leave a Reply