কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ভ্রমণপিপাসু দের জন্য সুখবর। শুরু হলো পর্যটন মেলা GTM ২০২৫। ট্রাভেল অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন বা TOWA এর ব্যবস্থাপনায় গ্লোবাল ট্রাভেল মার্ট বা GTM। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত তিনদিনের এই পর্যটন মেলা চলবে আগামী ১৭ই জুলাই পর্যন্ত। ট্রাভেল অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন বা TOWA এর ব্যবস্থাপনায় আয়োজিত পর্যটন মেলায় ভারতের বিভিন্ন রাজ্যের ট্রাভেল অপারেটররা অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ সূচনা করেন ইন্ডিয়া ট্যুরিজম কলকাতায় আঞ্চলিক পরিচালক প্রণভ প্রকাশ। এছাড়া উপস্থিত ছিলেন প্ৰখ্যাত কত্থক নৃত্যশিল্পী অমিতা দত্ত, সংস্থার সভাপতি মদন আগরওয়াল, যুগ্ম সম্পাদক কমল কিশোর গুপ্তা ও বিতেন চক্রবর্তী সহ অন্যান্যরা। এই পর্যটন মেলায় মোট ৭০টি স্টল অংশগ্রহণ করে। এই পর্যটন মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। এবছর এই মেলা ২য় বর্ষে পদার্পন করলো। মেলায় ভালো সাড়া পাওয়া যাবে আশা উদ্যোক্তাদের।
শুরু হেলো পর্যটন মেলা – GTM ২০২৫।

Leave a Reply