একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুত সেন্ট্রাল পার্ক: উত্তরবঙ্গের কর্মীদের জন্য বিশেষ হ্যাঙ্গার শিবির।

কলকাতা, নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে মহাসমাবেশ। এই সভায় যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আগত কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে গড়ে তোলা হয়েছে সুবিশাল অস্থায়ী শিবির।
এই অস্থায়ী শিবিরে সাতটি বড় তাবু তৈরি করা হয়েছে, যেগুলিকে ‘হ্যাঙ্গার’ বলা হচ্ছে। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের একাধিক জেলার কর্মীদের এই হ্যাঙ্গারে রাখা হবে। পাশাপাশি রয়েছে একাধিক ছোট তাবুও। শিবিরে কর্মীদের থাকার পাশাপাশি রয়েছে বিশ্রামেরও সুব্যবস্থা।
কর্মীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে সহায়তা কেন্দ্র, নিয়োজিত রয়েছে মেডিকেল টিম এবং রয়েছে পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা হয়েছে ডিম, ভাত, ডাল ও সবজি। এছাড়া পুরুষ ও মহিলাদের জন্য আলাদা স্নানাগার নির্মাণ করা হয়েছে, যাতে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
সেন্ট্রাল পার্ক চত্বরে সুরক্ষার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে। প্রশাসন এবং দলীয় নেতৃত্ব যৌথভাবে এই শিবির পরিচালনার তত্ত্বাবধান করছে।
আগামী একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপের মধ্যে এই পরিকাঠামো প্রশংসা কুড়িয়েছে তৃণমূল কর্মীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *