শহীদ দিবস ঘিরে তৎপর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, ধূপগুড়িতে প্রস্তুতি বৈঠক।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন ২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। সেই লক্ষ্যে এবার সক্রিয় হল তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতিও। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ দিবস উপলক্ষে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের ধূপগুড়ি ৩ নম্বর সার্কেলের শিক্ষক-শিক্ষিকারা। সভায় মূলত আলোচনা হয় শহীদ দিবসে কারা কলকাতায় যাবেন, কীভাবে যাত্রার ব্যবস্থা করা হবে এবং কর্মীরা কোথায় অবস্থান করবেন—এই সমস্ত বিষয়ের ওপর।
শুধু কলকাতা যাত্রাই নয়, নিজেদের এলাকায় শহীদ দিবস উপলক্ষে প্রচার চালানোর নির্দেশও দেন নেতৃত্ব। শিক্ষক নেতাদের পক্ষ থেকে কর্মীদের আরও সক্রিয় হয়ে সংগঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগ শহীদ দিবসকে ঘিরে দলের মধ্যে ঐক্য ও সচেতনতার বার্তা আরও জোরালো করল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *