লক্ষ লক্ষ মানুষের সমাবেশে সমস্ত রেকর্ডকে এবারে ভেঙে দিল একুশে জুলাই।

হওড়া, নিজস্ব সংবাদদাতা:- সকাল থেকে প্রতিটি ট্রেনে ঝুলন্ত অবস্থায় তৃণমূল কর্মীরা। তৃণমূল পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে তারা ছুটছে সেই ধর্মতলায় শহীদ মঞ্চে। আগামী ২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলন সারা পশ্চিমবঙ্গে হবে এ কথা বললেন মুখ্যমন্ত্রী। মঞ্চে আমন্ত্রিত ছিলেন শহীদ পরিবারের বিতান অধিকারীর বাবা ও মা এছাড়া শহীদ দিবসের সেই বির ঝন্টু আলীর পরিবারের কে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। সমস্ত চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সাংসদদের এক টাকা করে জমা দিয়ে দুটি পরিবারকে ২ লক্ষ টাকার তুলে দিলেন মঞ্চে মুখ্যমন্ত্রী। অভিষেক ব্যানার্জি তিনি একুশে মঞ্চে থেকে বললেন এবারে পদ্মফুল উপড়ে ফেলবো। একুশে ভাষা রক্ষার শপথ আজ মঞ্চ থেকে নিলো বিধায়ক থেকে শুরু করে সাংসদ এমন কে তৃণমূল কর্মীরা উচ্ছ্বাসের সাথে সেই শপথ পালন করবে ভাষা দিবস বাংলা ভাষা দিবস। হাজার হাজার তৃণমূল কর্মী ধর্ম তলায় ঢুকতে পারল না ভিড়ের চাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *