শ্রাবণ মাসে গেরুয়া পোশাকের চাহিদা তুঙ্গে বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাস মানেই ‘ভোল বোম’। আর সেই ভোল বোম যাত্রীদের পরনে গেরুয়া ফতুয়া, হাফ প্যান্ট এবং কাঁধে গঙ্গাজল ভরা পবিত্র বাক—এ যেন এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। বাবার মাথায় জল ঢালার এই প্রথা ঘিরে বালুরঘাটে গেরুয়া পোশাকের চাহিদা এবার তুঙ্গে উঠেছে।

এই পরিস্থিতি মাথায় রেখে বালুরঘাট বাজারের পোশাক ব্যবসায়ীরা বিপুল গেরুয়া পোশাকের সম্ভার সাজিয়ে রেখেছেন। ভোল বোম যাত্রীরাও রবিবার দিনভর দোকান ঘুরে নিজেদের পছন্দসই পোশাক কিনতে ভিড় জমিয়েছেন বাজারে। পোশাক বিক্রেতারা জানিয়েছেন, তাঁরা সাইজ অনুযায়ী ন্যায্য দামে পোশাক তুলে দিতে পেরে খুশি। অন্যদিকে, যাত্রীরাও পছন্দের পোশাক মনের মতো দামে কিনে সন্তুষ্ট।

আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রতি বছরের মতো এবারও প্রচুর ভোল বোম যাত্রী আত্রেয়ী নদী থেকে জল নিয়ে পতিরামের বাবাধামে উৎসর্গ করবেন। তাই তার আগের দিন রবিবার বাজারে পোশাক কেনার হিড়িক লেগেছে। একইভাবে, দেওঘর ও তারকেশ্বরমুখী ভোল বোম যাত্রীরাও আগেভাগেই গেরুয়া পোশাক কিনে যাত্রাপথে রওনা দিয়েছেন।

সব মিলিয়ে শ্রাবণ মাসের এই সময়ে বালুরঘাটে গেরুয়া পোশাকের বিক্রি রেকর্ড ছুঁয়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *