হূগলী, নিজস্ব সংবাদদাতা:- আজ ছিল রবিবার। আগামীকাল সোমবার। আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার। কারণ সমস্ত ভক্তদের মনের ইচ্ছা সোমবার বাবার বার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবে এবং মনস্কামনা পূর্ণ করবে। আজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটি নিমাই তীর্থ রোডে। সেখানে দেখা গেল লক্ষ্য লক্ষ্য পূর্ণর্থিরা বৈদ্যবাটির বিভিন্ন ঘাটে জল তোলবার জন্য তারা আসছে এবং গঙ্গায় নেমে জল তুলে তারা ৩৮ মাইল হেঁটে তারকেশ্বরে পৌঁছে তারা বাবার মাথায় জল ঢালবে আগামীকাল যেহেতু সোমবার বাবার বার।তাদের মধ্যে কেউ বা এসেছে মেচেদা আবার কেউবা এসে বর্ধমান আবার কেউবা এসছে কোন্নগর এ ছাড়া দেখা গেল কয়েকজন গঙ্গাসাগর থেকে হুগলি জেলার বৈদ্যবাটি নিমাই তীর্থ রোডে এসেছেন আগামীকাল সোমবার বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারা জল তুলে রওনা দেবেন সেই তারকেশ্বরে উদ্দেশ্যে।
শ্রাবণ মাসে দ্বিতীয় রবিবারের জলযাত্রীদের ভিড় আছড়ে পরলো বৈদ্যবাটির বিভিন্ন ঘাটে।

Leave a Reply