পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ১০০ দিনের কাজ চালু, সেহারা কমিউনিটি হলকে আধুনিকীকরণ, বেহাল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম।
সোমবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। পরে ৬ জনের প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামে নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে, রাস্তার হালও খুব খারাপ। এছাড়াও কমিউনিটি হলটি আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
তারা আরও জানান, ১০০ দিনের কাজ প্রায় বন্ধের মুখে, বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এই বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তারা।
Leave a Reply