দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে নিজের এবং পরিবারের কল্যাণের জন্য ‘মানদ’ করেন তিনি। সেই ‘মানদ’ পূরণের উদ্দেশ্যেই এবার ‘দন্ডি কেটে’ কুশমন্ডির নড়বড়িয়া শিব মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল ঢালার সিদ্ধান্ত নিয়েছেন। প্রচণ্ড রোদ, বৃষ্টি, কষ্ট সবকিছু উপেক্ষা করেই নিজের প্রতিজ্ঞায় অবিচল । হেমতাবদ ব্লকের ঝাড়াপুর গ্রাম থেকে কুশমন্ডি নড়বড়িয়া মন্দির পর্যন্ত প্রায় 50 কিলোমিটার পথ। অনুমান, এই যাত্রায় তার 4 থেকে 5 দিন সময় লাগবে।
এই ধরনের যাত্রা হিন্দু ধর্মে ভক্তির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। একাগ্রতা, আত্মনিবেদন এবং শিব ভক্তির এমন নিদর্শন ঘিরে এলাকায় তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ। প্রতিবেশীরাও বিপ্লব বর্মনের ও সংকল্পকে কুর্নিশ জানাচ্ছেন।
বিপ্লবের পরিবারও গর্বিত তার এই মানতের যাত্রা নিয়ে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইচ্ছা ও মানতের প্রতি শ্রদ্ধা রেখেই তারা তার পাশে রয়েছেন। সকলেই প্রার্থনা করছেন যাতে সুস্থভাবে, সাফল্যের সঙ্গে সে তার যাত্রা সম্পূর্ণ করে শিবের মাথায় জল অর্ঘ্য নিবেদন করতে পারে।
দন্ডি কেটে কুশমন্ডির নড়বড়িয়া শিবের মাথায় জল ঢালতে যাত্রা শুরু হেমতবাদের যুবকের!

Leave a Reply