পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- জানা যাচ্ছে নাদনঘাট থানার অন্তর্গত ধোবায় কালনা কাটোয়া এসটি কে কে রোডের নান্দাই ব্রিজ সংলগ্ন একটি জায়গায় রাস্তায় অনেকখানি গর্ত হয়ে যায়। বৃষ্টির কারণে সেখানে জল ও জমে। ছোটখাটো দুই একটি দুর্ঘটনাও ঘটে বলে জানা যাচ্ছে এই খারাপ রাস্তার কারণে। আজ সকালেই জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি মেরামতের কাজে এগিয়ে আসেন নাদনঘাট থানার ট্রাফিক ওসি মানস অধিকারী এবং এক সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সি। এই দুজন তৎপরতার সঙ্গে নিজেরাই হাতে কোদাল তুলে নিয়ে রাস্তা মেরামতের কাজে লেগে পড়েন। আজ এমনি চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায়।সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই তাদের এই মহান উদ্যোগ বলে জানা যায়।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে কোমর বেঁধে নামলেন ট্রাফিক ওসি ও সিভিক ভলেন্টিয়ার!

Leave a Reply