বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বড়সড় চুরির কিনারা করলো পুলিশ। ইন্দাসের ভাটপুকুরে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ একজন গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো ইন্দাস থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো সোমবার রাতেও ভাটপুকুর বাজারে নিজের স্বর্ণালঙ্কারের দোকান বন্ধ করে দীঘলগ্রামের বাড়িতে চলে যান শান্তনু দে নামে এক ব্যবসায়ী। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দেওয়াল ভেঙ্গে ভীতরে ঢুকে বেশ কিছু রুপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বিষয়টি তৎক্ষণাৎ তিনি স্থানীয় আকুই ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনার তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক অভিযুক্ত গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে বামনিয়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে ‘চুরি’ যাওয়া গহনা পুলিশ উদ্ধার করে । বুধবার পুলিশের পক্ষ থেকে ধৃত দু’জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ওই দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই পুলিশের তরফে আদালতে তোলা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply