বালুরঘাটের রবীন্দ্রভবনে তিনদিনের আঙ্গিক ভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার বাউল লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ২৯শে জুলাই মঙ্গলবার থেকে বালুরঘাটের রবীন্দ্রভবনে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিনদিনের আঙ্গিক ভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার বাউল লোকশিল্পীদের কর্মশালা শুরু হলো। উত্তর দিনাজপুর জেলা থেকে অভিজ্ঞ প্রশিক্ষক তরণী সেন মহন্ত এবং গোকুল চন্দ্র দাস উপস্থিতিতে তিনদিনের কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বাউল সঙ্গীতের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো বাউল সঙ্গীতের মাধ্যমে কিভাবে জনসাধারণের সামনে তুলে ধরা যায় সেই বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমানের কাছ থেকে কর্মশালার বিষয়ে বিস্তারিত শুনে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *