দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্ধ্যা নামতেই বালুরঘাট শহরের রাস্তাগুলিতে যেন গোবাদি পশুদের গণবৈঠক বসে। বিশেষ করে শহরের থানা এলাকা জুড়ে গরুদের এমন অবাধ বিচরণে বিপাকে পড়ছিলেন পথচারীরা। যেন মনে হয়, মানুষজনের শহরের উপর অত্যাচারের বিরুদ্ধে গরুরা জোট বেঁধে প্রতিবাদে বসেছে!
এমন দৃশ্য শুধু উপহাস নয়, বাস্তবে বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে বহুবার। যানজটের সমস্যার পাশাপাশি, পথচলতি মানুষ পড়ছেন নানা ধরনের ঝুঁকিতে। অবশেষে শহরের নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিশেষ অভিযান চালালো বালুরঘাট পৌরসভা।
চেয়ারম্যান অশোক কুমার মিত্রের নেতৃত্বে বালুরঘাট থানা মোড় থেকে শুরু হয় এই অভিযান। রাস্তায় ছেড়ে রাখা গরুগুলিকে আটক করে নির্দিষ্ট খামারে পাঠানো হয়। পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, গরুর মালিকদের থেকে জরিমানা আদায় করা হবে।
চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, “শহরের শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলতেই থাকবে।” তিনি আরও বলেন, “এই উদ্যোগের ফলে দুর্ঘটনার সম্ভাবনা যেমন কমবে, তেমনই যানজটও অনেকটাই হ্রাস পাবে।”
পথচলতি সাধারণ নাগরিক চঞ্চল সিকদার জানিয়েছেন, “পৌরসভা এদিন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। দীর্ঘদিন পরে শহরের এমন দৃশ্য দেখে আমরা খুশি।”
এই অভিযানে শহরের নাগরিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পৌরসভার এই সক্রিয় ভূমিকায় খুশি গোটা বালুরঘাটবাসী।
Leave a Reply