বীরভূম, নিজস্ব সংবাদদাতা: প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিযায়ী শ্রমিক ও এসআইআর (SIR) সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুললেন। তিনি রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন, “১৪ বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, অথচ কোনো শিল্প, কলকারখানা বা কর্মসংস্থানের সুব্যবস্থা রাজ্যে হয়নি।”
তিনি আরও বলেন, “বীরভূম সহ গোটা রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজের খোঁজে ভিনরাজ্যে ছুটছেন, কারণ এখানে তাদের জন্য কিছুই নেই। অথচ এখন মুখ্যমন্ত্রী তাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছেন — এটা হাস্যকর।”
এসআইআর (স্টেট ইনফ্রাস্ট্রাকচার রেজিস্ট্রেশন) প্রসঙ্গে ভিক্টর বলেন, “এই নিয়ে সাধারণ মানুষ অযথা দৌড়ঝাঁপ করছেন। কেউ ছুটছেন পঞ্চায়েত অফিসে, কেউ যাচ্ছেন উকিল বাবুর কাছে, কেউ আবার গ্রাম পঞ্চায়েতে গিয়ে সমস্যায় পড়ছেন। আমি সকলকে অনুরোধ করব — কেউ কোথাও না ছুটে নির্ভয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিজের কাছে রাখুন। সময় মতো সব ব্যবস্থা হবে।”
তিনি আরও বলেন, কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আগামী দিনেও পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য দাবির পক্ষে সক্রিয়ভাবে আওয়াজ তুলবে।
Leave a Reply