দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের ব্রিজ থেকে নেমে কুমারগঞ্জ থানা যাবার রাস্তাটি বেহালদশা । সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। এই রাস্তার মাধ্যমে কুমারগঞ্জ থানা কুমারগঞ্জ কলেজ কুমারগঞ্জ হাই স্কুল, কুমারগঞ্জ কালীবাড়ি বাজার, কুরাহা দশমাইল মাঝিয়ান একাধিক গ্রামের বাসিন্দারা। নিত্য প্রয়োজনীয় কাজে সব সময় ব্যবহৃত হয় এই রাস্তাটি । মিলন মন্দিরে নার্সারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ও কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তায় যাতায়াতের ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি রোগীদের বড়হার এবং বালুরঘাট হাসপাতালে নিয়ে যেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগে নামমাত্র রাস্তার সারায় কাজ হলেও তা সম্পূর্ণরূপে আশানুরূপ না হওয়ায় ক্ষোভ ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেন না থাকায় রাস্তাটিতে জল জমেই থাকে একটু বৃষ্টি হলেই, সব সময় ব্যবহৃত এই রাস্তাটি। ব্রিজ থেকে যানবাহন নিয়ে নিচে নামতে গেলেই এই রাস্তাটির দরকার। নিত্য দিনের ভোগান্তিতে গ্রামের সবাই। দ্রুত সংস্কার হোক এই রাস্তাটি দাবি প্রত্যেকের।
কুমারগঞ্জে ভাঙা রাস্তা মৃত্যু ফাঁদে পরিণত, ক্ষুব্ধ গ্রামবাসী।

Leave a Reply