আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে ফেক্টারির সামনে গেট মিটিং করল তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়ন। দুইদিন ধরে চলবে এই গেট মিটিং। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া এবিষয়ে জানান, “প্রায় তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। মালিকপক্ষ বেতন প্রদান করেছেন না।আমরা চাই শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হোক। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব।”
তাসাটি চা বাগানে বকেয়া বেতন নিয়ে গেট মিটিং, তৃণমূলের হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলনের।

Leave a Reply