আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম কণিকা রায়। তার বাড়ি ফালাকাটা পুরসভার এক নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, বুধবার রাতে ফালাকাটা ১০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রাস্তার উপর পড়ে যায় এরপর এলাকাবাসীরা তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনার স্থলে এসে ঘাতক ট্রাক এবং চালককে আটক করে ফালাকাটা থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে ফালাকাটা থানার সূত্রে খবর।
ফালাকাটায় ট্রাকের ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু, আটক চালক।

Leave a Reply