আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার রাতে একটি লেপার্ড খাঁচাবন্দী হল আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে। জানা গিয়েছে, গত ১৫ দিনে তিনটি লেপার্ড ধরা পড়ল এই চা বাগানে। মাঝেরডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানিয়েছেন চা শ্রমিকরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন লেপার্ডের আতঙ্কে। বনদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চারটি খাঁচা বসানো হয়েছিল ছাগলের টোপ দিয়ে। এর আগে দুটি লেপার্ড ধরা পড়েছে বৃহস্পতিবার রাতে ফের আরেকটি লেপার্ড ধরা পড়লো। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের কতৃপক্ষ থেকে শুরু করে চা শ্রমিকরা । বনদপ্তরের কর্মীরা রাতেই লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর মিলেছে।
আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে ফের লেপার্ড ধরা পড়ল, আতঙ্কের মধ্যেই স্বস্তি।

Leave a Reply