বজ্রপাতে মৃত্যু কৃষকের, শোকের ছায়া গঙ্গারামপুরের রাঘবপুরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুরাতন গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায় এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কৃষকের নাম, রমজান মিয়া (৫৫) বাবা আব্দুল লতিফ । বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুরাতন গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায়।
এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মাঠে কাজ করছিলেন ওই কৃষক। হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি পাত শুরু হওয়ায় বজ্রপাতে গুরুতর আহত হয় । ঘটনাটি এলাকাবাসীরা দেখতে পেয়ে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন।
পুরো ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *