বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বুধবার থেকে চালু হচ্ছে বালুরঘাট-দীঘা ভলভো পরিষেবা। এই উপলক্ষে মঙ্গলবার বাসটি শহর পরিভ্রমণ করে সাধারণকে বার্তা দেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। শুক্রবার বালুরঘাট রিপোর্ট থেকে দীঘা ও শিলিগুড়ি রুটের বাস উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন তোরাব হোসেন মণ্ডল, শংকর চক্রবর্তী ও অম্বরিশ সরকার প্রমুখ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এই পরিষেবার দাবি ছিল বালুরঘাটবাসীর। অবশেষে সেই আশা পূরণে খুশি শহরবাসী।
দীঘা বাস পরিসেবা চালু হওয়ায় খুশি বালুরঘাটবাসি।
বালুরঘাট-দীঘা ও শিলিগুড়ি রুটে চালু ভলভো পরিষেবা, উদ্বোধন করলেন পার্থ প্রতিম রায়।

Leave a Reply