নিজস্ব সংবাদদাতা, মালদার —বৈষ্ণবনগরের শোভাপুর প্রাথমিক বিদ্যালয়ের,বেহাল অবস্থা।একাবাসীর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিস্তর অভিযোগ গ্রামবাসীদের, স্কুলে গিয়ে ভর্ৎসনা জেলা সহকারী শিক্ষা পরিদর্শকের, ঘুরে দেখেন স্কুলের সমস্ত পরিকাঠামো, স্কুলে নেই একটিও রেজিস্টার। এমনকি ছাত্র-ছাত্রীদের অ্যাডমিশন রেজিস্ট্রারও নেই স্কুলে। গেটের তালাও রয়েছে প্রধান শিক্ষকের কাছে, যার কারণে প্রায় স্কুলে আসলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সহকারি শিক্ষক শিক্ষিকাদের। গ্রাম বাসীরাই অভিযোগ করেন প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরে। যার ভিত্তিতে এদিন তদন্তে আসেন শিক্ষা দপ্তরের তিন আধিকারিক।এসে স্কুলে বেহাল পরিস্থিতি দেখে একরাশ খুব উপরে দেন নেই ছাত্র-ছাত্রীদের শৌচালয়ের ব্যবস্থা।এছাড়াও গ্রামবাসীর কাছ থেকে বহু অভিযোগ জানতে পারেন আধিকারিকেরা।
বেহাল শোভাপুর প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গ্রামবাসীদের।

Leave a Reply