ভাগীরথীর করাল গ্রাসে ক্ষতবিক্ষত কিশোরী গঞ্জ, নদী ভাঙ্গন রোধে শুরু পাড় বাঁধানোর কাজ।

নাদনঘাট, নিজস্ব সংবাদদাতা:- নাদনঘাট থানা নসরতপুর
পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী গঞ্জ গ্রামটি ভাগীরথী তীরবর্তী নদী ভাঙ্গন কবলিত একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে বেশির ভাগ মানুষই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। ক্ষেতমজুরের কাজ করেই তারা তাদের সংসার চালায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই ভাগীরথীর করাল গ্রাসে তাদের চাষের জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে চলে গেছে ভিটেমাটি সব। সহায় সম্বলহীন হয়ে অনেকেই এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। বর্ষার মরসুমে ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। একের পর এক গাছ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। কিছুদিন আগেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আয়েশা রানী এ সহ বিভিন্ন আধিকারিকেরা এই অঞ্চলটি পরিদর্শন করে গেছেন এবং নদী ভাঙ্গন রোধ করতে রাজ্য সরকার দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা করে।ওই টাকায় সেচ দপ্তর থেকে ভাঙ্গন প্রতিরোধে ভাগীরথীর পাড় বাঁধানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে গত আট দিন ধরে এই কাজ চলছে। বাঁশের খাঁচা বেঁধে বোল্ডার ফেলে ভাঙ্গন রোধের কাজ করা হবে। নদী ভাঙ্গন রোধে পাড় বাঁধানোর কাজ শুরু হওয়ার খুশি কিশোরী গঞ্জের ভাগীরথীর পারের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *