নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- লোকশিল্পে সরকারী প্রকল্পের বার্তা ছড়াতে অভিনব উদ্যোগ বালুরঘাটে। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এক লোকশিল্পী কর্মশালায় সঙ্গীত পরিবেশন করলেন বিশিষ্ট লোকশিল্পী ওখিল বর্মন। কর্মশালার মূল আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে গাওয়া তার বিশেষ গান।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য মানুষের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ও জনমুখী করে তোলা। সেই বার্তাকেই সাধারণ মানুষের মধ্যে আরও সহজ ও মনোগ্রাহী ভাবে পৌঁছে দিতে লোকগানকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এই সব অভিজ্ঞ শিল্পীরা।
ওখিল বর্মন তাঁর গান ও সুরের মাধ্যমে তুলে ধরেন কীভাবে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের পাড়ার নানাবিধ সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন। কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, বিশিষ্ট সংস্কৃতি অনুরাগীরা এবং নবীন শিল্পীরাও।
আয়োজক সূত্রে জানা গেছে, লোকসংস্কৃতিকে হাতিয়ার করে প্রশাসনের বিভিন্ন প্রকল্প নিয়ে জনসচেতনতা তৈরির এমন প্রয়াস আগামী দিনেও বিভিন্ন এলাকায় নেওয়া হবে।
Leave a Reply