
নিজস্ব সংবাদদাতা, মালদা—-পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি, মালদা জেলা জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন ব্লকের, বিভিন্ন বুথে চলছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ পরিষেবা চালু হয়েছে রাজ্যজুড়ে। সোমবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের জালালপুর হযরতপুর হাই স্কুল ময়দানে শিবিরের আয়োজন করা হয়। তদারকি করেন মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, চাঁচল ২ নম্বর ব্লক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই সহ অন্যান্যরা। বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মুকুবের সুবিধা, লক্ষী ভান্ডার সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির থেকে। বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে। বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন। তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হয়। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির।এ বিষয়ে মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশ মতো মালদা জেলা জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া,আমাদের সমাধান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমাধান গুলি হচ্ছে তাতে খুব উপকৃত হবে সাধারণ মানুষ। এই প্রথম এমন উদ্যোগ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছি।












Leave a Reply