
নিজস্ব সংবাদদাতা, মালদা—-গাজোল ব্লকের ১ নং গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে গাজোল আইসিডিএস প্রজেক্ট দপ্তরের উদ্যোগে বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ পালন করা হলো। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ ১ লা আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালন হবে। গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের সমস্ত আইসিডিএস সেন্টারে, পুষ্টি বিষয়ক আলোচনা হয়।আইসিডিএস সেন্টারের কর্মীরা তারা বাড়ি থেকে নানারকম ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার তৈরি করে নিয়ে আসে। পাশাপাশি বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ পালন বিষয়টি বর্ণনা করেন বিশিষ্ট জনেরা। মাতৃদুগ্ধ কতটা শিশুর প্রতি গুরুত্ব তা নিয়ে বর্ণনা করা হয়। পাশাপাশি গর্ভবতী মায়েদের ও শিশুদের বিষয়ে পুষ্টিকর খাওয়ার খাওয়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এই দিন উপস্থিত ছিলেন হেলথ সুপারভাইজার সবিতা দে, উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার, সহ অন্যান্য জন উপস্থিত ছিলেন। এই দিন আইসিডিএস কর্মীরা তারা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছিলেন কোন খাবারটা পুষ্টিকর তার উপর একটি প্রতিযোগিতা ছিল। পুষ্টিকর খাওয়ার যুক্ত রান্নাতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয়দের পুরস্কৃত করা হয়।












Leave a Reply