বুনিয়াদপুরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে উপচে পড়া ভিড়, মানুষের অভাব অভিযোগ শুনলেন পৌর প্রশাসক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সরকারি দপ্তরের কাজ আর শুধু পৌরসভা বা অফিস চত্বরে সীমাবদ্ধ নয় — এবার সেই পরিষেবা পৌঁছে গেল সাধারণ মানুষের দোরগোড়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসহরে ২ আগস্ট থেকে শুরু হয়েছে। যার শুভ সূচনা করেছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। উদ্দেশ্য একটাই — মানুষের অভাব-অভিযোগ শুনে, সমস্যার দ্রুত সমাধান করা এবং সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়া।

এই কর্মসূচির আওতায় বুনিয়াদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আজ, মঙ্গলবার (৫ আগস্ট), করখা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্প পরিদর্শন করেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার।
তিনি ক্যাম্প চত্বর ঘুরে দেখেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন স্টলে পরিষেবার মান যাচাই করেন।

এই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বয়স্কভাতা, বিধবা ভাতা, অসুস্থ সহায়তা প্রকল্প ইত্যাদি সরকারি প্রকল্পে নাম নথিভুক্তিকরণ, তথ্য যাচাই ও আবেদন গ্রহণের কাজও করা হয়।

এই ক্যাম্পে পৌরসভার পৌর প্রশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু,তৃণমূল শহর সভাপতি বিপ্লব মহন্ত, পৌরসভার কর্মী সহ অন্যান্যরা।

এদিন এই ক্যাম্পে সাধারণ জনগনের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *