
নিজস্ব সংবাদদাতা, মালদা:— বামনগোলার চাঁদপুরের টুকিপাড়া গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বর্তমানে চরম বিপদের মুখে দাঁড়িয়ে। চাঙ্গর খসে পড়ছে, যে কোনও মুহূর্তে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এই ভবনের বেহাল দশা এতটাই, যে শিশু ও প্রসূতি মহিলাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
দীর্ঘদিন ধরে ভবনের কোনও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার তাঁরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণডেপুটেশন দেন এবং সেন্টারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি, প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সিডিপিও (CDPO) এই কেন্দ্রের দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জেলা বিজেপির অভিযোগ, গোটা রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর অবস্থা করুণ। অধিকাংশ কেন্দ্রেই পাকা ঘর নেই, আর যেখানে আছে, সেগুলোরও ভয়াবহ বেহাল দশা।
অন্যদিকে, জেলা তৃণমূল চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জানান, প্রশাসন অতি দ্রুত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থানান্তর করে সংস্কারের কাজ শুরু করবে। তবে ততদিন কি নিরাপদ থাকবে শিশু ও প্রসূতিরা? উঠছে এই প্রশ্নও।












Leave a Reply