ভোটার লিস্টের নাম নিয়ে NRC করার চিন্তা নিয়েছে বিজেপি সরকার,কেশপুর থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার পরিস্থিতি ঘুরে দেখার পর কেশপুর হয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কেশপুর বাজারে কর্মীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন ভোটার লিস্টের নামে এনআরসি করার চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার, এতে ভয় পাওয়ার কোন কারণ নেই, আর আপনাদের মধ্যে যারা এখনো পরিচয় শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে রয়েছেন, অত্যাচারিত হয়ে বাড়ি ফিরছেন, আমাদের ওয়েবসাইটে একটি পোর্টাল রয়েছে সেখানে জানান, বিভিন্ন সরকারি সুবিধা সহ আর্থিক সহযোগিতা করা হবে বলে এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বাম আমলে কেশপুরের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা নিয়ে সিপিআইএম কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *