চাকুলিয়ার অঙ্গনওয়াড়িতে শুধু সাদা ভাত! ডিম-তরকারির অনুপস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা।

চাকুলিয়া, উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার ঝাঙ্গরটুলি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।

গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন শুধু সাদা ভাত দেওয়া হচ্ছে। ডিম, তরকারি—যা সরকারের তরফে বাধ্যতামূলক—তা দেয়া হচ্ছে না।

এই অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে গোয়ালপোখর ২ নম্বর ব্লকের CDPO-র কাছে, কিন্তু তাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অঙ্গনওয়াড়ি কর্মী লিপিকা মন্ডল এবং পঞ্চায়েত সদস্য মহঃ হাসিবুর রহমান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, যার জমিতে কেন্দ্রটি তৈরি হয়েছে, তিনিই প্রভাব খাটিয়ে কেন্দ্রটি নিজের মতো চালাতে চাইছেন।

তবে প্রশ্ন উঠছে—সরকারি সুবিধা কি এভাবেই বঞ্চিত থাকবে ছোট ছোট শিশু ও গর্ভবতী মায়েরা?

এই নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কতটা দ্রুত হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *