
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়াতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুরের পতিরামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। আজ পতিরাম বাজার এলাকায় দোকানে দোকানে গিয়ে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন তাঁরা। পাশাপাশি পরিবেশ বান্ধব ক্যারি ব্যাগ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ব্যবসায়ীদের ও সাধারণ মানুষকে সচেতন করেন।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন যশোদা রানী সংঘের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা, যাঁদের সঙ্গে ছিলেন পতিরাম থানার মহিলা পুলিশ অফিসার আফরুজা ইসলাম এবং পতিরাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ মণ্ডল।
তাঁরা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ছোট ছোট পড়ুয়াদের মাধ্যমে প্ল্যাস্টিকের বিপজ্জনক দিক তুলে ধরেন। বলা হয়, পাতলা প্লাস্টিক জমিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করে, ড্রেনের মুখ বন্ধ করে জলজট সৃষ্টি করে এবং পশুদের পেটে গিয়ে মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। এই কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনও অনেক দোকানে পাতলা পলিথিন ব্যবহার করা হচ্ছে, যা রুখতেই এই সচেতনতামূলক পদক্ষেপ।
যশোদা রানী সংঘের নেত্রী লাইলা আর্জু জানান, “আমরা চাই এলাকার মানুষ পরিবেশ রক্ষায় সচেতন হোক। আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যতের জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।”
এই ধরনের উদ্যোগে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। অনেকে জানিয়েছেন, তাঁরা ধীরে ধীরে পলিথিন বর্জনের দিকে এগোচ্ছেন এবং কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার শুরু করেছেন।
এদিনের সচেতনতামূলক কর্মসূচি এলাকার মানুষকে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বুঝতে বিশেষভাবে সাহায্য করেছে। এ ধরনের প্রচার আরও বিস্তৃত হলে পলিথিনমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সচেতন মহল।












Leave a Reply