
বেহালা, নিজস্ব সংবাদদাতা:- এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে রোগীর পরিবার।স্বাস্থসাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার 60 বছর বয়স গত চার তারিখে বুকে ব্যাথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটাল এ। হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেসেন্টকে এডমিশন করিয়ে নেয়। এবং বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে। এমনটাই জানানো হয় হসপিটালে তরফ থেকে।পরের দিন সকালে তার একটি এনজিওপ্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোন স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেসেন্টকে ছেড়ে দেয় । পেশেন্টের বাড়ির লোক পাঁচ তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং 6 তারিখে সন্ধ্যেবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্ট টি মারা যায়। পরিবারের বক্তব্য ওটি হবার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে। যেহেতু স্বাস্থ্য সাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল তাই জন্য হসপিটাল কোনরকম তার চিকিৎসায় করেনি। হসপিটালের গাফিলতিকে সামনে এনে হসপিটালে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়।












Leave a Reply