
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: – ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কলকাতাবাসীদের জন্য আসছে এক নতুন সৌগাত। এই প্রথমবারের মতো শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে সম্পূর্ণ এসি কোচবিশিষ্ট বিশেষ লোকাল ট্রেন। আগামী ১১ই আগস্ট থেকে এই ট্রেনের নিয়মিত যাত্রা শুরু হবে, আর ১০ই আগস্ট হবে আনুষ্ঠানিক উদ্বোধন।
ট্রেনটি আধুনিক এসি সুবিধাযুক্ত, এবং স্ট্যান্ডার্ড লোকাল ট্রেনের তুলনায় বেশ কিছু স্টেশনে স্টপেজ না থাকায় এটি অনেকটাই নন-স্টপ পরিষেবা দেবে। ভাড়া মাত্র ₹১২০।
রানাঘাট থেকে ছাড়বে সকাল ৮:২৯ মিনিটে, এবং শিয়ালদায় পৌঁছবে সকাল ১০:১০ মিনিটে।
অন্যদিকে, শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬:৫০ মিনিটে, এবং রানাঘাট পৌঁছবে রাত ৮:৩২ মিনিটে।
এই বিশেষ ট্রেনটিতে ১২টি এসি বগি থাকবে, যাতে প্রায় ১২০০ জন যাত্রী বসতে পারবেন। স্বাচ্ছন্দ্য ও দ্রুত পরিষেবার দিকে লক্ষ্য রেখে এই ট্রেনের পরিকল্পনা করা হয়েছে।
এই উদ্যোগ ইস্টার্ন রেলওয়ের যাত্রী পরিষেবা উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নিত্যযাত্রীদের জন্য এটি যেমন স্বস্তির খবর, তেমনই যারা একটু আরামদায়ক সফর পছন্দ করেন, তাঁদের কাছেও এই ট্রেন হয়ে উঠতে পারে প্রিয় ভ্রমণসঙ্গী।












Leave a Reply